Citizen Charter

All Information you need to know at a glance!

ক্রমিক নং সেবার নাম সেবা প্রদান পদ্ধতি প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থানি সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি সেবা প্রদানের সময় সীমা দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবী,
ফোন/মোবাইল নম্বর ও ই-মেইল)
1 গ্রন্থাগার ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ গ্রন্থাগারে রক্ষিত সকল ধরণের পাঠ সামগ্রী যেমন, বই, জার্নাল, ই-বুক, ই-জার্নাল, ইত্যাদি ব্যবহার সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ তথা কাঙ্খিত পাঠসামগ্রী খুঁজে পেতে সহায়তা প্রদান। জেনারেল শাখা, রেফারেন্স শাখা 0 (9:00- 5:00) মোহাম্মদ মতিউর রহমান খান, ডেপুটি লাইব্রেরিয়ান মোবাইল- 01718-476020, ফোন- 2710 ই-মেইল- motiur-lib@sust.edu
2 গ্রন্থাগার ব্যবহারকারী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ছাড়পত্র প্রদান শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের শিক্ষা ও কর্মজীবন শেষে তাদের সংশ্লিষ্ট একাউন্ট ডিজেবল করার পর বিশ্ববি্দ্যালয় প্রদত্ত নির্ধারিত ফরমে ছাড়পত্র পদান। রেজিস্ট্রার দপ্তর/পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর 0 (9:00- 5:00) মো. জাকারিয়া বিশ্বাস, ডেপুটি লাইব্রেরিয়ান মোবাইল- 01732-223723, ফোন- 2708 ই-মেইল- zakaria-lib@sust.edu
3 গ্রন্থাগার ব্যবহাকারীদের অন-লাইন একাউন্ট তৈরি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দের নিয়োগপত্র এবং শিক্ষার্থীদের ভর্তির রশিদ দাখিল সাপেক্ষে গ্রন্থাগারের বই লেনদেনের জন্য অন-লাইন একাউন্ট তৈরি রেজিস্ট্রার অফিস 0 (9:00- 5:00) মো. আকতারুজ্জামান রাসেল, এসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান মোবাইল-01717-624095, ই-মেইল- arasel-lib@sust.edu
4 ফটোকপি সেবা লিখিত আবেদনের পরিপ্রেক্ষেতি ফটোকপি সেকশনের মাধ্যমে লাইব্রেরির পাঠসামগ্রী ও অন্যান্য ফটোকপি সেবা প্রদান। প্রশাসন শাখা 0 (9:00- 5:00) মো. হুমায়ুন কবির, সিনিয়র ক্যাটালগার মোবাইল- 01711-570676 ই-মেইল- humayun-lib@sust.edu